ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু
প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৪ সকাল
নিউজ ডেস্ক

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। তারা ঢাকা দক্ষিণ সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জানুয়ারির দুই সপ্তাহে ডেঙ্গুতে সাতজন মারা গেলেন। এদের মধ্যে ছয়জনই পুরুষ। নতুন করে ৩১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) বরিশাল বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে চার এবং খুলনা ও রাজশাহী বিভাগে দু’জন করে রোগী ভর্তি হয়েছেন। 

চলতি বছরে প্রথম ১৪ দিনে ৭০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন। তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি ছিল।

এমএন/