বাজারে বিসমিল্লাহ বিষয়ে নতুন বই
প্রকাশ:
১৩ জানুয়ারী, ২০২৫, ০৯:১৮ রাত
নিউজ ডেস্ক |
মোহাম্মাদ হুজাইফা ‘বিসমিল্লাহ’ এক নিরন্তর স্রোত। প্রবাহিত নদী। নদীর স্রোতধারা। অজস্র নদীর মোহনা। রহমত-বরকতের ফল্গুধারা। আমাদের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসার উপলব্ধি 'বিসমিল্লাহির রাহমানির রাহীম'। ব্যথা-বেদনা, দুঃখ-যাতনার মোহনীয় নাম আল্লাহ। আল্লাহ নামের ইসমে আজম। সবসময় আমাদের ঠোটেমুখে লেগে থাকে 'বিসমিল্লাহ'। হৃদয় জুড়ে তসবি জপে 'বিসমিল্লাহ'। 'বিসমিল্লাহ' আমাদের প্রাণ। 'বিসমিল্লাহ' আমাদের প্রেরণা। 'বিসমিল্লাহ' আমাদের ভালোবাসা। ছোট্ট পরিসরে 'বিসমিল্লাহর বরকত: গুরুত্ব ও ফজিলত' গ্রন্থটি রচনা করেছেন মুফতি হুমায়ুন আইয়ুব। তিনি আমাদের মধ্যে সাংবাদিকতায় বেশ পরিচিত মুখ। গ্রন্থটি আকারে বা আয়তনে ছোট হলেও পাঠককে 'বিসমিল্লাহ'র ভালোবাসায় আবদ্ধ করবে। গ্রন্থটি পড়লে 'বিসমিল্লাহ'র প্রতি গভীর বোধ-বিশ্বাস ও ভালোবাসার জন্ম হবে। বইয়ের ভেতর থেকে কিছু দেখে আসি– "হজরত ওমর রা.। তেইশ লাখ বর্গমাইল এলাকার বাদশাহ।… তাঁর কাছে রোমের বাদশাহর করুণ আবেদন। রোম থেকে পত্র লিখেছেন হজরত ওমরের কাছে।… আমার মাথায় প্রচণ্ড ব্যথা। কোনো ওষুধপত্র আর চিকিৎসাই কাজে আসছে না।… বিসমিল্লাহর শক্তি ও বরকত নিয়ে এমন আরও কিছু চমৎকার গল্প এই বইতে স্থান পেয়েছে। গল্পগুলো শিশুদেরও আনন্দ দেবে। আমাদের মধ্যেও বিসমিল্লাহর গভীর বোধ জাগ্রত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। |