পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসার শর্ত শিথিল
প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৮:২৯ রাত
নিউজ ডেস্ক

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ ইকবাল খান শনিবার জানিয়েছেন, পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করেছে বাংলাদেশ সরকার। পাকিস্তানি নাগরিকরা এখন অনলাইনে বাংলাদেশের ভিসার আবেদন করতে পারবেন। পাকিস্তানের গণমাধ্যমগুলোর রবিবার প্রকাশিত প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বর্তমান সরকার ভিসা প্রদানে পাকিস্তানি মিশনপ্রধানদের জন্য ঢাকার অনুমোদনের প্রয়োজনীয়তা বাতিল করেছে।

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার শর্তাবলি অনেক সহজ হওয়ায় এখন তারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশের মানুষ পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো সময়ের দাবি। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে এলসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে রাষ্ট্রদূত অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

এলসিসিআইয়ের প্রেসিডেন্ট মিয়ান আবুজার শাদ বলেছেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ও শিগগিরই আমাদের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে যাবে।’

এর আগে গত মাসে কায়রোতে ডি-৮ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পার্শ্ববৈঠক হয়। সেখানে অর্থনৈতিক সহযোগিতার নতুন দিক খোঁজার জন্য যৌথ প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়। শেহবাজ শরিফ বলেন, রাসায়নিক, সিমেন্ট ক্লিংকার, অস্ত্রোপচারের সরঞ্জাম, চামড়াজাত পণ্য ও তথ্য-প্রযুক্তি খাতে বাণিজ্য বৃদ্ধির বিশাল সম্ভাবনা কাজে লাগানো উচিত। এ ছাড়া তিনি বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য ও ভ্রমণসংক্রান্ত সুবিধাগুলোর জন্য ধন্যবাদ জানান।

এ ছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে শেহবাজ শরিফ ও অধ্যাপক ইউনূসের বৈঠক হয়। সেখানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন জোরদারের মাধ্যমে সংসদীয়, সাংস্কৃতিক ও একাডেমিক বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পরপরই প্রথমবারের মতো করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি সামুদ্রিক যোগাযোগ স্থাপিত হয়।

সূত্র : জিউ নিউজ, দ্য নিউজ, ডন

বিনু/