‘আল্লাহর জমীনে আল্লাহর হুকুম বাস্তবায়নের লক্ষ্যে হাফেজ্জী হুজুর নির্বাচন করেছিলেন’
প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৮:২৩ রাত
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, হাফেজ্জী হুজুর রহ. সংসদে যাওয়ার জন্য, এমপি-মন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করেননি। তিনি নির্বাচন করেছিলেন আল্লাহর জমীনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য। এই জমীন আল্লাহর, অতএব এই জমীনে হুকুমও চলবে আল্লাহর। কিভাবে এখানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করা যায় সে লক্ষ্যে হাফেজ্জী হুজুর রহ. সারাদেশ সফর করতেন, মানুষকে ইসলামের জন্য তিনি জাগ্রত করে গিয়েছেন। হাফেজ্জী হুজুর রহ. এর এই মিশনকে ধরে রাখা এবং এগিয়ে নেয়ার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ।

শনিবার (১১ জানুয়ারি ২০২৪) বাদ মাগরিব রাজধানীর মধ্যবাড্ডাস্থ মোল্লাপাড়ার একটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন বাড্ডা থানা শাখা কতৃক আয়োজিত ‘হাফেজ্জী হুজুর রহ. এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও খেলাফত ছাত্র আন্দোলনে সেক্রেটারি জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, হাফেজ মাওলানা আহমাদ আলী, মুফতী নুরুর রহমান, মো: শাহীন আলম চৌধুরি প্রমূখ।

উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মহানগর নায়েবে আমীর মুফতী আখতারুজ্জামান আশরাফী, খেলাফত ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শরীফ প্রমূখ।

বাড্ডার মাটিকে খেলাফত আন্দোলনের ঘাঁটি হিসেবে উল্লেখ করে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, হাফেজ্জী হুজুর রহ. বাড্ডা এলাকায় অনেকবার এসেছিলেন। হাফেজ্জী হুজুরের একটা মহব্বতের জায়গা হল বাড্ডা। বাড্ডাবাসীর মাধ্যমে হাফেজ্জী হুজুরের রেখে যাওয়া সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সুন্দর ও মজবুত থানা কমিটি গঠন এবং এর মাধ্যমে হাফেজ্জী হুজুরের মিশনের সকল কর্মসূচিতে এ এলাকার সকল মানুষ যেন সম্পৃক্ত হতে পারেন সে লক্ষ্যে উপস্থিত সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

আলোচনা সভায় হাফেজ মাওলানা আহমাদ আলীকে আমীর ও মাওলানা সাব্বির আহমাদকে সাধারণ সম্পাদক করে বাড্ডা থানা খেলাফত আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন খেলাফত আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন।

হাআমা/