বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০৭:৫২ বিকাল
নিউজ ডেস্ক

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সিগঞ্জের গজারিয়ায় কাউসার আহমেদ তুহিন (২৭) নামে এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছে। 

রবিবার সকাল ১০টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রাম থেকে কাউসার আহমেদ তুহিন কে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ। তুহিন বালুয়াকান্দি গ্রামের খোকন প্রধানের ছেলে।  

জানা যায়, তুহিন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেফতারের বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, কাউসার আহমেদ তুহিনকে হোসেন্দি ইউনিয়নের চরবলাকির বিএনপি'র পার্টি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার করেছি। তাকে দুপুরে আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

হাআমা/