কেমন চলছে ইসলামি দলগুলোর নির্বাচনী প্রস্তুতি
প্রকাশ:
০৮ জানুয়ারী, ২০২৫, ০৪:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
|| কাউসার লাবীব || সবকিছু ঠিক থাকলে প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো তাদের মাঠ গুছাচ্ছে। মাঠ গুছাচ্ছে দেশের ইসলামী দলগুলোও। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী রাজনৈতিক দল ১০টি। এরমধ্যে বেশকিছু দলের সঙ্গে কথা হয় তাদের নির্বাচনী প্রস্তুতি নিয়ে। দেশের অন্যতম বৃহৎ ইসলামি রাজনৈতিক দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, শুধু নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো পদক্ষেপ আমরা সাধারণত নিই না। আমাদের নির্বাচনী প্রস্তুতি সারা বছরই থাকে। সারাবছরই আমরা আমাদের দলীয় কাজ চালিয়ে থাকি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে থাকি। ‘তবে দীর্ঘ একটা সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন মুক্ত-স্বাধীনভাবে আমরা দলীয় কাজ করতে পারি নি। নানা অত্যাচার-জুলুমের শিকার হয়েছি। এখন সেই পরিস্থিতিটি না থাকায় সাংগঠনিক অনেক কাজ বেড়েছে।’ –যোগ করেন তিনি তিনি বলেন, নতুন বছর শুরু হয়েছে, তাই আমাদের জেলা কমিটিগুলোও নতুনভাবে গঠন করা হচ্ছে। ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এই যুগ্ম মহাসচিব বলেন, আমরা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতির নির্বাচন চাই। সে জন্য সংস্কার কমিশন, প্রধান উপদেষ্টাসহ যেসব জায়গায় আমাদের দাবি জানানোর প্রয়োজন, তা জানিয়েছি। নিয়মতান্ত্রিক কর্মসূচী ও দলীয় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানান খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। তিনি বলেন, আমরা তো তেমন বড় দল নই। তবে আমাদের সামর্থ অনুযায়ী আমরা এগুচ্ছি। প্রস্তুতি নিচ্ছি। ইসলামি দলগুলোর নির্বাচনী ঐক্যের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে সবগুলো ইসলামি দলই ইতিবাচক কথা বলছে। আমাদের চিন্তাও ইতিবাচক। আমরা নির্বাচনী ঐক্যকে নাকচ করছি না। আশা করি নির্বাচনের আগে দেশের যারা ইসলামি রাজনীতিকে ভালোবাসে তাদের জন্য ভালো কোনো সংবাদ আসবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জানান, আমাদের প্রার্থীরা এলাকায় কাজ করছে। গণসংযোগ চলছে। আমাদের কর্মীদের বলে দেওয়া হয়েছে, তারা সে অনুযায়ী নির্বাচনের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন’র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী জানান, তাদের দল সাংগঠনিক কাজগুলো গুছাচ্ছে। প্রার্থী প্রস্তুত করা হচ্ছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তাদের ওয়ার্ড কমিটি ঢেলে সাজানো হচ্ছে। পাশাপাশি সদস্য সংগ্রহের অভিযানের কথাও জানান তিনি। ‘ইসলামি দলগুলোর ঐক্যের প্রক্রিয়া চলছে। তবে প্রকাশ করার মতো বড় কোনো সংবাদ নেই। আমরাও চাই ইসলামি দলগুলো নির্বাচনী ঐক্য হোক। ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে আমরা বৃহৎ ঐক্যের সঙ্গে থাকতে চাই।’ –যোগ করেন মাওলানা হামিদী তিনি বলেন, যদি ঐক্য হয় তাহলে ঐক্যের ভিত্তিতে আমরা নির্বাচনে যাবে। না হয় এককভাবেই কাজ করবো। কেএল/ |