মুসল্লিদের পদভারে মুখরিত জামিয়া মাহমুদিয়া চরখরিচার মাহফিল
প্রকাশ:
০৪ জানুয়ারী, ২০২৫, ১২:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদরে জামিয়া মাহমুদিয়া চরখরিচায় অনুষ্ঠিত হলো বার্ষিক ওয়াজ মাহফিল। দেশ-বিদেশের আলেমদের উপস্থিতি ও মুসল্লিদের পদবারী মুখরিত ছিল মাহফিল প্রাঙ্গণ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চরখরিচায় অবস্থিত মদিনা মসজিদে জুমার নামাজের ইমামতি করেন আল্লামা মাহমুদুল হাসান। রাতে খতমে কোরআন ও খতমে বুখারি শেষে মুনাজাতও করেন তিনি। বিশাল মাহফিলে বয়ান করেন, আওলাদে রাসূল শায়েখ নাসির বিল্লাহ মক্কী সৌদি, আরব, শায়েখ আবু উবায়দাহ উমর খাজির (জর্ডান), বয়ানের আগে বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অতিথিবৃন্দ। বিশেষভাবে বেফাকের সহ-সভাপতি, মাওলানা সাজিজুর রহমান ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। জামেয়ার মুহতামিম মাওলানা মাসরুর হাসান জানান, বছর হিফজ শেষ করে পাগড়ি পেয়েছেন ৮৫ জন। আর তাকমিলে হাদিস শেষ করে মাওলানা হয়েছেন, ১৮০ জন। আর ইলমুল কেরাত শেষে কারী হয়েছেন ৩৫ জন। হাআমা/ |