হাইআতুল উলয়ার পরীক্ষার রুটিন প্রকাশ
প্রকাশ: ০২ জানুয়ারী, ২০২৫, ০১:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

|| কাউসার লাবীব ||

‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেইজে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত রুটিন প্রকাশ করে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। চলবে ২৪ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত। তবে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) পরীক্ষা বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের প্রকাশিত রুটিনে বলা হয়, পরীক্ষার্থীদের ১ম দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিন থেকে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে অবশ্যই উপস্থিত থাকতে হবে। কিরাআত (মৌখিক) পরীক্ষা নেগরানে আ’লার দেয়া ঘোষণা অনুযায়ী যে কোন দিন বিকালে/রাতে নেয়া হবে । কিরাআতের নম্বর মূল পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হবে না। সনদের জন্য কিরাআত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শর্ত ।

কেএল/