মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা’র ভর্তির এলান
প্রকাশ:
০২ জানুয়ারী, ২০২৫, ০১:১৯ রাত
নিউজ ডেস্ক |
মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা (ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান) ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে ইফতা, উলূমুল হাদীস ও দাওয়াহ বিভাগে ভর্তির এলান তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর), উলূমুল হাদীস (২ বছর) ও দাওয়াহ ওয়াল ইরশাদ (১ বছর) বিভাগে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে, ইনশাআল্লাহ। ফরম বিতরণ : ৪ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে। পরীক্ষার বিষয়: ইফতা বিভাগ লিখিত ক) হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত। খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)। মৌখিক হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত। উলূমুল হাদীস লিখিত ক) ফাতহুল বারী (১ম খণ্ড) ও শরহু নুখবাহ খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)। মৌখিক ফাতহুল বারী (১ম খণ্ড) ও প্রাসঙ্গিক যেকোনো বিষয়। দাওয়াহ বিভাগ লিখিত ক) সহীহ বুখারী (২য় খণ্ড)। তাফসীরে ইবনে কাসীর (সুরা ফাতিহা ও বাকারা)। খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)। মৌখিক যেকোনো বিষয়, যেকোনো কিতাব। পরীক্ষার তারিখ: সকল বিভাগের ভর্তি পরীক্ষা নিম্নোক্ত তারিখে অনুষ্ঠিত হবে: * লিখিত: ৪ শাওয়াল, বাদ যোহর (২: ৩০মি.)। * মৌখিক: ৫ শাওয়াল (সকাল ৮ ঘটিকায়)। * ফলাফল: ৬ শাওয়াল। * ভর্তি: ফলাফল প্রকাশের পর। বিশেষ দ্রষ্টব্য * উভয় বিভাগের আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। * ভর্তির সময় নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে- ১. মেশকাত ও দাওরায়ে হাদীসের নম্বরপত্র ২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি ৩. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৪. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি। ওয়াস সালাম মুফতি মুহাম্মদ ইয়াহইয়া প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি, মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা যোগাযোগ: মোবাইল- ০১৩১৩৬০০৯০০, ০১৬০৮২২৬৮৯৯ ঠিকানা: বাসা-১/বি/২, রোড-২৯/এ, পল্লবী, ঝিলপাড়, মিরপুর-১২, ঢাকা-১২১৬। E-mail: [email protected]
|