লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে শেষ হলো উজানী মাহফিল
প্রকাশ:
২৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:১১ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
তানযিল হাছান চাঁদপুর জেলার কচুয়া থানাধীন জামিয়া ইসলামিয়া ইব্রাহীমীয়া উজানী মাদরাসা ময়দানে শুরু হওয়া বার্ষিক মাহফিল আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করেন উজানীর বর্তমান পীর মাওলানা ফজলে এলাহী। মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়। এসময় আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়। মুনাজাত পূর্ব বয়ানে উজানী পীর উপস্থিত সবাইকে বাইয়াত ও তওবা পাঠ করান। এর আগে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হয়। উল্লেখ্য, বাংলাদেশের এক অন্যতম আধ্যাত্মিক নগরীর নাম উজানী। এ গ্রামেই ১৯০১ সালে ঐতিহ্যবাহী প্রাচীনতম কওমি মাদরাসা- "জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসা" প্রতিষ্ঠা করেন প্রখ্যাত আলেমেদ্বীন ও বিশিষ্ট বুজুর্গ হযরত মাওলানা কারী ইব্রাহীম রহ.। যিনি ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহী রহ. এর অন্যতম খলিফা ছিলেন। ১৯০১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এ মাদরাসার উদ্যোগে ধারাবাহিক প্রতি বছরই দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারের বার্ষিক মাহফিল ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার শুরু হয়ে আজ সকালে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। হাআমা/ |