প্রাইভেটকারে বাসের ধাক্কা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৫
প্রকাশ:
২৭ ডিসেম্বর, ২০২৪, ০২:০২ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হন আরও অন্তত ১০ জন। শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জেলার শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনায় আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ৫ জন মারা গেছে। |