বদলগাছীতে মাদকবিরোধী আলোচনা সভা
প্রকাশ:
২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নওগাঁ প্রতিনিধি দেশের সবচেয়ে বড় সম্পদ সে দেশের যুব সমাজ। যুব সমাজ যদি মাদকে আসক্ত হয়, নানা অবক্ষয়ে দুর্বল হয়ে পড়ে সমাজ। সে দেশের উন্নয়ন-সমৃদ্ধি ত্বরান্বিত হতে পারে না। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে মিঠাপুর ইউনিয়নের সাগরপুর উচ্চ বিদ্যালয় মাঠে মামুন হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেশাইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, প্রচার সম্পাদক আবু রায়হান (গিটার)-সহ এলাকাবাসী। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, সাগরপুর এলাকায় কয়েকটি পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। কয়েকটি পরিবারের কারণে এই এলাকার সুনাম নষ্ট হচ্ছে। পাশাপাশি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ছাত্ররা জড়িয়ে পড়ছে মাদকের নেশায়। ফলে লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ কমছে এবং শিক্ষার মান কমে যাচ্ছে। আপনারা মাদক ব্যবসায়ী পরিবারকে সঠিকভাবে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন। আমি যতদিন এই থানায় আছি মাদক ব্যবসায়ীর কোন ছাড় নাই। মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশে দিন। আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী বলেন, মাদকের কারণে প্রতিদিন কিছু না কিছু চুরি হচ্ছে। কখনো ভ্যানের ব্যাটারি চুরি হচ্ছে, আবার কখনো কলাগাছ থেকে কলা চুরি হচ্ছে। এসব হচ্ছে মূলত মাদক কারবারিদের কারণে। সাগরপুর এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে হবে এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে। যে কোন মূল্যে মাদক ব্যবসা বন্ধ করতে হবে। আলোচনা শেষে ওসি শাহজাহান আলী এলাকাবাসীকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। |