মেজরিটি-মাইনরিটির পার্থক্য মাটিতে মিশিয়ে দিতে চাই: জামায়াত আমির
প্রকাশ:
২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রংপুর ব্যুরো ‘আওয়ামী লীগ ১৫ বছরে ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমরা এমন এক দেশ চাই। যে দেশে কোনো ভেদাভেদ থাকবে না। দুর্নীতি-টেন্ডারবাজি থাকবে না। সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেককে সম্মান করবে। যে দেশে আমার মায়েরা ইজ্জতের নিরাপত্তার সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করবে। আমরা জোর করে নারীকে বোরকা পরাব না। এ সমাজে অনেক অমুসলিমও আছে। মুসলমানদের মধ্যে যারা পর্দা করবে না তাদের আমরা বোঝাব। আমরা মেজরিটি-মাইনরিটির পার্থক্য মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাই। আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দিতে চাই।’ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার বিকালে রংপুরের মিঠাপুকুর ডিগ্রি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিঠাপুকুর উপজেলা জামায়াত এ পথসভার আয়োজন করে। জামায়াত আমির বলেন, আমরা এমন একটা দেশ চাই যাকে আর কেউ ভাগ করতে পারবে না। সংখ্যালঘু-সংখ্যাগুরু এই সব নোংরামি করে জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করতে পারবে না। মিঠাপুকুর উপজেলা জামায়াত আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির আধ্যাপক গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আজম খান, জেলা সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমির জয়নাল আবেদীন প্রমুখ। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পীরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত পথসভা এবং গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। |