দেশের সর্বনিম্ন তাপমাত্রায় চায়ের রাজধানী শ্রীমঙ্গল
প্রকাশ:
২৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:২২ বিকাল
নিউজ ডেস্ক |
মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা ও কুয়াশা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর)। সকাল ৯টায় এখানে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় এই তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। গতকাল সোমবারও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান। তিনি বলেন, আজ শ্রীমঙ্গলে ৮ দশমিক দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে।
চায়ের রাজধানী শ্রীমঙ্গল শহর ও শহরের বাইরে সন্ধ্যার পর তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। শীতের তীব্রতা বাড়ায় চা বাগান ও হাওরাঞ্চলের নিম্ন আয়ের মানুষরা পরেছেন বিপাকে। তিনি আরও বলেন, শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া এ অঞ্চলের হাজারো মানুষ। শীতার্ত এসব খেটে খাওয়া মানুষের শীত নিবারণে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবানদের পাশে থাকা নৈতিক দায়িত্ব ও কর্তব্য। উল্লেখ্য, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, এবছর ১০ হাজার কম্বল ও দুই দফায় ২১ লক্ষ ও সাড়ে ২৭ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে এগুলো বিতরণ শুরু হয়েছে। এনএ/ |