সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রমনা মডেল থানায় স্মারকলিপি প্রদান
প্রকাশ:
২২ ডিসেম্বর, ২০২৪, ০২:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত তাবলিগের সাথীদের হত্যাকারী খুনি সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাজধানীর রমনা মডেল থানায় স্মারকলিপি প্রদান করেছে সর্বস্তরের ইমাম উলামা ও তাওহীদি জনতা। রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে ডিউটি অফিসার মো. জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন- মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল হালিম, মাওলানা বশির আহমদ, মাওলানা মাখদুম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুর রহমান ও মুফতি জুবায়ের রশিদ প্রমুখ। দাবি সমূহ ১. রাতের অন্ধকারে তাবলিগে নিরীহ মুখলেস সাথীদের উপর অতর্কিত হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ২. ঢাকা জেলার রমনা থানার সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৩. ঢাকা জেলার সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৪. ঢাকা জেলা থেকে যেসব সন্ত্রাসী টঙ্গীর নৃশংস হত্যাকান্ডে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে গ্রেফতার করতে হবে। ৫. সন্ত্রাসীদের গডফাদার ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম, মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসিম, আব্দুল্লাহ মানসুর, রেজা আরিফ ও আনোয়ার আব্দুল্লাহসহ সকল গডফাদারদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে । ৬. কাকরাইল মসজিদে প্রবেশ এবং তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। ৭. ঢাকা জেলার রমনা থানা থেকে যারা গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে সন্ত্রাস, লুটতরাজ হত্যাকাণ্ড,হামলা ও তাণ্ডবের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, আমাদের কাছে সংবাদ আছে টঙ্গী তুরাগ নদীর পশ্চিম পাশে বেলাল মসজিদে বর্তমানে সাদপন্থী সন্ত্রাসীরা অবস্থান করছে। তারা আবার সুযোগ বুঝে হামলা করতে উত পেতে বসে আছে। অনতিবিলম্বে সেখানে অভিযান চালিয়ে খুনিদের গ্রেফতার করে বেলাল মসজিদ আলেমদের নিকট বুঝিয়ে দিতে হবে। এনএ/ |