মৌলভীবাজারে ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশ:
২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌরসভা মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. হাসান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী। প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক ছাত্রনেতা কাউসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ আনসারী, ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা গাজী শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহসভাপতি মাওলানা জয়নুল হক, শ্রমিক জমিয়ত মৌলভীবাজার জেলার আহবায়ক মুফতি জামিল আহমদ কাসেমী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আমিনুল ইসলাম সহ প্রমূখ। সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে হাফিয ফাহিম আহমদকে সভাপতি, সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও হাফিয ছালিকুর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এনএ/ |