মৌলভীবাজারে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ১১:০৭ দুপুর
নিউজ ডেস্ক

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার

ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদীর সভাপতিত্বে ও জনপ্রিয় উপস্থাপক কবি মীম সুফিয়ান ও শাহ মিসবাহ-এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে আলোচনা পেশ করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, বরেণ্য লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, খেলাফত মজলিস মৌলভীবাজারের সহসভাপতি ও রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল, বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও দ্বীন টিভির চেয়ারম্যান মাওলানা শেখ বদরুল আলম হামিদী, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম, জামিয়া রহমানিয়া মৌলভীবাজারের মুহতামিম মাওলানা জামিল আহমদ আনসারী, পূবালী ব্যাংক মৌলভীবাজার শাখার উপ-ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান, দারুল উলূম মৌলভীবাজারের মুহতামিম মাওলানা শামছুদ্দোহা, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুগনী, আনোয়ারা বেগম মহিলা মাদরাসা মোহাম্মদপুরের মুহতামিম মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলাউর রাহমান টিপু, ইমাম সমিতি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ও বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, শেখবাড়ি জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা সা'দ আমীন বর্ণভী, বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হিলাল আহমদ প্রমূখ।

এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের আলেমরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, এদেশ মসজিদের দেশ, মাদরাসার দেশ, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের উদ্যোগে এ ধরনের কোরআনের সম্মেলন আরোও বেশি বেশি হওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি, এ খেদমতের মাধ্যমে আল্লাহ আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করবেন। মুসলিম উম্মাহের ক্রান্তিলগ্নে মুসলিম কমিউনিটি  ঐক্যবন্ধ একটি প্লাটফর্ম হবে ইনশাআল্লাহ।

মসলিম কমিউনিটি মৌলভীবাজারের সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এ ধরনের আয়োজন প্রথমবারের মতো করেছে। নতুন একটি সংগঠনের বিশাল এ আয়োজনে জেলার সর্বমহলের সর্বাত্মক সহযোগিতা ছিল। পাশাপাশি সংগঠনের দায়িত্বশীলদের শ্রম ছিল চোখে পড়ার মতো। যার ফলে সবার আন্তরিকতায় প্রচেষ্টায় সুন্দর ও সফলভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। আগামীতেও যেন এমন আয়োজন করতে পারি, সেজন্য সবার আন্তরিক সহযোগিতা কাম্য।

অনুষ্ঠানে আগত তাওহীদুল ইসলাম মেনন বলেন, অনুষ্ঠানটি খুব মনোমুগ্ধকর হয়েছে। দেশ-বিদেশের কারীদের তেলাওয়াত সবাইকে মুগ্ধ করেছে। এ জেলার হাজারো জনতার উপস্থিতিতে মুখরিত ছিল সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণ। কানায় কানায় পূর্ণ ছিল পুরো মাঠ। সবাই অনুষ্ঠানটি খুব উপভোগ করেছে। আমি নিজেও উপভোগ করেছি।

মনিরুল ইসলাম নামের একজন দর্শক বলেন, এরকম অনুষ্ঠান খুব একটা হয় না। যার জন্য দর্শক যারা উপস্থিত হন তাদের আলাদা একটা আবেগ থাকে। আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের মতো আয়োজন মৌলভীবাজার জেলায় তেমন একটা হয় না। যার ফলে মানুষ বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন অনুষ্ঠান উপভোগ করতে। বিশেষ করে কারি ঈদী শাবানের তেলাওয়াত হৃদয়কে বিগলিত করে।

এনএ/