৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
প্রকাশ:
১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। কুয়াশার ঘনত্ব কমে এলে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ নিয়ে গত চার দিনে ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে মোট ২৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলো। বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা পাঁচ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল। এনএ/ |