কুয়াকাটার সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে পৌর বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশ:
১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গত ১০ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের দোসর সাবেক পৌর মেয়র আনোয়ার হাওলাদার জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও লুটপাট চালিয়ে এখন তিনি সুশীল সেজেছে। জমির দালালি করে জেলে থেকে তিনি কোটিপতি হয়েছেন। অবৈধ টাকার পাহাড় গড়েছেন। তার বিরুদ্ধে পৌরসভার কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে, যা দুদক তদন্ত করছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, কুয়াকাটা পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া বাদী হয়ে ফ্যাসিবাদদের দোসরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যা দলীয় সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। এই মামলা নিয়ে সামাজিক যোগাযোগে আনোয়ার হাওলাদার ও তার পরিবারের সদস্যরা বিএনপি নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এতে পৌর বিএনপির নেতাকর্মীসহ দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আনোয়ার হাওলাদারের সকল অপকর্ম তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। |