ফেনীর শর্শদি মাদরাসার মাহফিল শুরু আগামীকাল
প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৩ রাত
নিউজ ডেস্ক

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ফেনীর শর্শদি মাদরাসার মাহফিল।

জানা যায়, আগামীকাল শুরুবার সকাল ১০টা থেকে শুরু হবে এ মাহফিল। শেষ হবে শনিবার দুপুরে।

প্রথম দিন আলোচনা করবেন মাওলানা সালাহ উদ্দিম নানুপুরী  চট্টগ্রাম,  মুফতি নুরুল হক – কুমিল্লা। দ্বিতৃয় দিন আলোচনা করবেন দেশবরেণ্য আলেমগণ।

এনএ/