ভারতে সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৬ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙ্চুর, জাতীয় পতাকা অবমাননা এবং অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি এ বিক্ষোভ করে।

বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) ফারুক আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈনিক (অব.) মো. সাজেদুর রহমান মোহন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সোসাইটি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক লেন্স কর্পোরাল (অব.) রানা সরকার, সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান, সার্জেন্ট মোঃ রেজাউল ইসলাম, সার্জেন্ট আবুল কালাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে তারা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননা কিছুতেই মেনে নেয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এনএ/