ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন নির্দেশনা
প্রকাশ:
০৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
সৌদি আরবে ওমরাহ পালনের সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছে সরকার। সেই সঙ্গে সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা ও ইহরাম থেকে হালাল হওয়ার সময় নির্ধারিত স্থানে চুল কাটানোর পরামর্শ দিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। মন্ত্রণালয় অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করাও পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র অনুমোদিত মানি এক্সচেঞ্জ অফিসের সঙ্গে লেনদেন করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে মন্ত্রণালয় বলেছে, যেকোনো ধরনের আর্থিক লেনদেনের সময় ব্যবসার লাইসেন্স ও মুদ্রা বিনিময় হার পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করুন। পাশাপাশি লেনদেনের সঠিক প্রমাণ রাখার জন্য প্রাপ্তি রসিদ সংগ্রহ করায় জোর দেওয়া হয়েছে। চলমান ওমরাহ মৌসুম শুরু হয়েছে গত জুন মাসে হজ শেষ হওয়ার পর। প্রতি বছর সারা বিশ্বের লাখ লাখ মুসলিম সৌদি আরবে উমরা পালনের জন্য আসেন। গত বছর ১.৩ কোটি মুসলিম উমরা পালন করেছেন। এই সংখ্যা আগামী বছরে ১.৫ কোটিতে উন্নীত করার পরিকল্পনা করেছে সৌদি সরকার।
ওমরাহ পালনের জন্য সৌদি আরব সম্প্রতি বেশ কিছু সুবিধা চালু করেছে। বিভিন্ন ধরনের প্রবেশ ভিসাধারী, যেমন ব্যক্তিগত, ভ্রমণ, বা পর্যটন ভিসা ব্যবহার করেও এখন ওমরাহ পালন এবং মদিনার মসজিদে নববির রওজা শরিফ জিয়ারত করা যাচ্ছে। এ ছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। নারীদের জন্য পুরুষ অভিভাবক বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে, যা নারী যাত্রীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। আর্থিক লেনদেনের সতর্কতামূলক পরামর্শ # শুধু অনুমোদিত মানি এক্সচেঞ্জ অফিসের সঙ্গে লেনদেন করতে হবে। অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন থেকে বিরত থাকুন। # কোনো আর্থিক লেনদেনের আগে ব্যবসার লাইসেন্স ও মুদ্রার বিনিময় হার যাচাই করুন। এটি আপনাকে প্রতারণার হাত থেকে রক্ষা করবে। # প্রতিটি লেনদেনের জন্য রসিদ নিন। এটি পরবর্তী কোনো সমস্যার ক্ষেত্রে প্রমাণ হিসেবে কাজ করবে। স্বাস্থ্য সুরক্ষায় করণীয় # স্বাস্থ্যের প্রতি কোনো ধরনের অবহেলা না। খুব ঠাণ্ডা পানি পান না করা। সরাসরি এয়ার কন্ডিশনের কাছাকাছি অবস্থান না করা। কম বায়ূ চলাচল করে এমন স্থানসমূহ এড়িয়ে চলা। # নির্ধারিত স্থানে চুল কাটানো। সেই সঙ্গে চুল কাটানোর আগে নিশ্চিত হওয়া, নাপিত স্বাস্থ্য নির্দেশাবলী মানছে কিনা। বিশেষ করে পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণের উপকরণ থাকা। এনএ/ |