সম্মাননা পেলেন মুহাম্মদ রাজ
প্রকাশ: ০৩ ডিসেম্বর, ২০২৪, ০১:১৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সেবা কাজে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মানা পেয়েছেন ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র পরিচালক মুহাম্মদ রাজ। মিশরের আব্বাসিয়া বুর্জ আল-তাতবিকিন সম্মেলন কক্ষে তিনি সম্মাননা গ্রহণ করেন।

মুহাম্মদ রাজকে এই সম্মাননা দিয়েছেন মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এইচ. ই. সাবিনা নাজ।

সম্প্রতি ফিলিস্তিনিদের জন্য প্রায় ১ কোটি টাকার সহায়তা নিয়ে মিশরে যায় হাফেজ্জী ট্যারিটেবলের একটি স্বেচ্ছাসেবক দল। এ ছাড়া সংস্থাটি দেশের নানা সংকটে মানবিক কাজে পাশে থাকে।