ইসকন নিষিদ্ধে হেফাজতে ইসলাম কচুয়া (চাঁদপুর) শাখার বিক্ষোভ-সমাবেশ
প্রকাশ: ০১ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৭ রাত
নিউজ ডেস্ক

মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের অনুসারীরা হত্যা করায় এর নিন্দা ও সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে আজ (০১ ডিসেম্বর) রবিবার হেফাজতে ইসলাম বাংলাদেশ, কচুয়া (চাঁদপুর) উপজেলা কর্তৃক বাদ যোহর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি কচুয়া কেন্দ্রীয় বড় মসজিদ থেকে বের হয়ে কচুয়া বাজার ও বিশ্বরোড প্রদক্ষিণ করে কচুয়া উত্তর বাজার পল্টন চত্বরে আসে। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল জোড়ে সাইফুল হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার বিভিন্ন স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিলে প্রায় এক হাজার মুসল্লি অংশগ্রহণ করে।

প্রতিবাদ সমাবেশে কচুয়া উপজেলার হেফাজত সেক্রেটারি মুফতি শাহজালাল ইব্রাহিমির সঞ্চালনায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা হেফাজত সভাপতি মাওলানা আবু হানিফ, হেফাজতে ইসলাম চাঁদপুর শাখার উপদেষ্টা অধ্যক্ষ কাজী আসাদ উল্লাহ, উজানী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান, নিশ্চিন্তপুর কামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নূর আহমদ আজাদ, করইশ উলামা ও ছাত্র ঐক্য পরিষদের দায়িত্বশীল মুফতি নুরুজ্জামান শিবলী, পৌর সভাপতি মুফতি রিয়াসুল ইসলাম মজুমদার প্রমুখ।

বক্তারা এডভোকেট সাইফুল হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার  এবং জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান।

পতিত স্বৈরাচার বারবার পুনর্বাসন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জবাবে হেফাজত নেতারা হুঁশিয়ার করে বলেন, আগামীতে দেশ ও ইসলাম নিয়ে সকল চক্রান্তের প্রতিবাদে তারা মাঠে থাকবে এবং সকল ষড়যন্ত্র রুখে দিবে।

হাআমা/