হেফাজতে ইসলাম লালবাগ জোন কমিটি গঠিত
প্রকাশ:
০১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৮ বিকাল
নিউজ ডেস্ক |
হেফাজতে ইসলাম বাংলাদেশ, লালবাগ জোন কমিটি গঠন উপলক্ষে আজ (১ লা ডিসেম্বর-২০২৪) মঙ্গলবার, সকাল ৭ ঘটিকায়, লালবাগ জামেয়া মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মওলানা আহমদ আলী কাসেমী,কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিন, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, ও ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে মাওলানা জোবায়ের আহমাদকে সভাপতি, মাওলানা বশিরুল হাসান খাদিমানীকে সাধারণ সম্পাদক এবং মুফতী সানাউল্লাহ খানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট লালবাগ জোন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচি ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। উপদেষ্টা: সাধারণ সম্পাদক: হাআমা/ |