আদমদিঘীতে জামায়াতের কর্মীর সভা
প্রকাশ: ০১ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৬ দুপুর
নিউজ ডেস্ক

বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বার, মাওলানা গোলাম মোস্তফা, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফেরদৌস রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইদ্রিস আলী, তালিমুল কোরআন মাওলানা রমজান আলী ও সদস্য মাওলানা এমদাদুল হক প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। প্রতিশোধপরায়ন হওয়া থেকে বিরত থাকতে হবে।