জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণে যা বললেন মাদারীপুরের এসপি
প্রকাশ:
০১ ডিসেম্বর, ২০২৪, ০১:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
মাদারীপুর প্রতিনিধি জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি বর্ণনায় করলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। তিনি বলেন, চোরের মতো পালিয়ে নিরাপদ স্থানে আমাকেও যেতে হয়েছে। তাই বলে সব পুলিশ যে খারাপ- তা নয়। কিছু বিপদগামী পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনী এখনও অনিরাপদ মনে করছে। তিনি শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত গণঅভ্যুত্থানে মাদারীপুরে আহত ও নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা এ কথা বলেন। পুলিশ সুপার বলেন, গত জুলাই-আগস্টে আমি খুলনায় কর্মরত ছিলাম। তখন সারাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল। তবে শুরুর দিকে খুলানায় তেমন তৎপরতা ছিল না। যখন এক পুলিশ সদস্যকে হত্যা করা হয়। তারপর থেকেই উত্তাল হয়ে উঠে খুলনা। পরে আমি খুলনার অফির্সাস মেসে থাকতাম। আমার পরিবার থাকত ঢাকায়। ৪ ও ৫ আগস্ট পুরো রাত আমি ঘুমাতে পারিনি। আমার পরিবারও টেনশনে ছিল। পরে আমি সাদা পোশাকে চোরের মতো একটি অটোতে করে ঢাকায় পৌঁছাই। তিনি আরো বলেন, সব পুলিশ যে খারাপ- তা নয়, কিছু বিপদগামী পুলিশ সদস্যের কারণে আমাদের সম্মান হারিয়েছিলাম। তবে এখন আমাদের কার্যক্রমে পুনরায় সম্মান ফিরাতে চেষ্টা করছি। পুলিশকে সহযোগিতা করলে নতুন বাংলাদেশে কোন ধরণের অরাজকতা থাকবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব, সিভিল সার্জন মুনির আহম্মেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক জাহান্দার আলী জাহান, জেলা জামায়েত ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান, জেলা সমন্বয়কারাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার। |