গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১
প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০২:১৮ দুপুর
নিউজ ডেস্ক

রংপুর ব্যুরো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষে কিনু (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামের মালাধর জামে মসজিদে এ সংঘর্ষ হয়।

জানা যায়, গত ২৩ নভেম্বর মুসল্লিদের উপস্থিতিতে মালাধর জামে মসজিদের পরিচালনা কমিটি গঠিত হয়।

এলাকাবাসী অভিযোগ করেন, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম এটি মেনে নিতে পারেননি। এ কারণে শুক্রবার জুমার নামাজের পর পরিকল্পিতভাবে নির্বাচিত কমিটির সদস্যদের উপর হামলা চালান তিনি। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে মুসল্লি কিনু মাথায় আঘাত পান। আহত কিনুকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান।

নিহত কিনু মালাধর কানিপাড়া গ্রামের হাসিমুজ্জামানের ছেলে।

উভয় পক্ষই দাবি করেন, নিহত কিনুক তাদের লোক।

তবে কিনুর পারিবারিক সূত্রে জানা যায়, কিনু কোনো পক্ষের নন। তিনি একজন সাধারণ মুসল্লি।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।