বগুড়া বার নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়
প্রকাশ:
৩০ নভেম্বর, ২০২৪, ০২:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের সবগুলোতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেল। শুক্রবার ভোটগ্রহণ শেষে রাত সোয়া ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জাফর। প্রাপ্ত ফলাফলে জানা যায়, ৪৪০ ভোট পেয়ে সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেলের আতাউর রহমান খান মুক্তা। ৩৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের রফিকুল ইসলাম। বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি আতিকুল মাহবুব সালাম, শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মন্ডল, এসএম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস আব্দুল্লা-হীল বাকি লিপন। নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন- আশাবুদ জামান আশিব, নিউটন খন্দকার, মিন্টু কুমার সরকার, মোস্তফা শাকিল, মৌসুমী আকতার। এবারের নির্বাচনে ১৩টি পদে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও জাসদের মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিএনপি, জামায়াত পূর্ণ প্যানেল এবং জাসদ আংশিক প্যানেল দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মোট ৮৬২ ভোটারের মধ্যে ৭৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। |