ইসকন নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ-সমাবেশ
প্রকাশ:
২৯ নভেম্বর, ২০২৪, ১২:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
মানিকগঞ্জ প্রতিনিধি বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ রফিক সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, ইসকনের কার্যক্রম দেশের ধর্মপ্রাণ জনগণের বিশ্বাসের ওপর আঘাত করছে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এটি শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ইসকনের নামে তারা দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, এটি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র। আমরা এর অবসান চাই। চট্টগ্রামে সাইফুল ইসলাম হত্যার সুষ্ঠু বিচারের জন্য সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। |