শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৪, ০৯:২৯ রাত
নিউজ ডেস্ক |
সুজন সেন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। হাআমা/ |