বনশ্রীতে সেমিনার শুক্রবার
প্রকাশ:
২৭ নভেম্বর, ২০২৪, ০৯:৪২ রাত
নিউজ ডেস্ক |
কাদিয়ানি ধর্ম ও সংখ্যালঘু অধিকার শীর্ষক আলোচনা সেমিনার শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশ আয়োজনে এ সেমিনারটি ওই দিন সন্ধ্যা ৬ টায় রাজধানীর বনশ্রীতে অবস্থিত হক'স বেংকুয়েট হলে অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান আলোচনা করবেন: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ আবদুল মালেক (আমীনুত তালীম, মারকাযুদ্দাওয়াহ, হযরতপুর)। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন:
সভাপতিত্ব করবেন: হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান (মুহতামিম, জামিয়াতুল উলুমিল ইসলামিয়্যাহ ঢাকা, প্রধান উপদেষ্টা, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশ।) সেমিনারে আলোচনা করবেন:
বিশেষ অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকবেন:
আমন্ত্রিত অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন: ◇ মোঃ আলমগীর হোসেন ◇ আলহাজ মীর শফিকুল আলম ◇ নাসির আহমেদ ◇ মোহাম্মাদ এনামুল কবীর খাঁন সেমিনারটি সফলের আহ্বান জানিয়েছেন মুফতি শুয়াইব ইবরাহীম (আমীর, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশ)। হাআমা/ |