দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৬:০৪ বিকাল
নিউজ ডেস্ক

দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’। জেলাগুলো হচ্ছে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট।

আলোকিত মক্তবের চেয়ারম্যান মাওলানা ইমরান হুসাইন হাবিবী জানান, ২০২৫ শিক্ষা বর্ষে আলোকিত মক্তব এর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিদের অনলাইনের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আবেদনের শেষ তারিখ: ২৯ নভেম্বর ২০২৪ইং।

বিস্তারিত তথ্য ও আবেদন ফরম লিংক দেখুন :

https://forms.gle/TgTXqrYYDzwjxh188

প্রসঙ্গত, ‘আলোকিত_মক্তব’ ঐতিহ্যের মান রক্ষা করে গত ২ বছর যাবত রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের প্রত্যত্ন অঞ্চলে শতাধিক মসজিদে শিক্ষা দিয়ে আসছে।

গবেষণালব্ধ সিলেবাসের আলোকে সুবিন্যাস্ত পদ্ধতি ও সুন্দর গঠনতন্ত্র-নীতিমালার মাধ্যমে পরিচালিত হচ্ছে এই মক্তবগুলো।

সিলেবাসে রয়েছে কুরআন শিক্ষা ও তাজবীদের পাশাপাশি  শিশু ও কিশোরদের ভাষায় আকায়েদ, শিষ্টাচার, সিরাত, হাদিস, মাসনূন দুআ ও মাসায়েল। এ সিলেবাসে পড়ে একজন শিশু বা কিশোর জাগতিক শিক্ষার পাশাপাশি কুরআন ও হাদিসের শিক্ষাও গুরুত্ব সহকারে অর্জন করে উভয় জগতেই সম্মানিত হতে পারে।

হাআমা/