মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৪, ০৬:১৬ বিকাল
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ.) এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ মনসুরুল হাসান রায়পুরীর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুরে নিজ বাড়ী সংলগ্ন মসজিদে জানাজা শেষে তার পিতা মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ.-এর কবরের পাশে তাঁকে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের দ্বিতীয় ছেলে মাওলানা সালেহ আহমদ সোহাইল। জানাযায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জানাযায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জামেয়া রেঙা সিলেটের মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান, কাতিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, খতিব উবায়দুল হক (রহ.)-এর ছেলে মাওলানা আতাউল হক জালালাবাদী ও মাওলানা শহীদুল হক জালালাবাদী, গহরপুর মাদ্রাসার মুহতামিম ও বেফাক সহ-সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন রাজু, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান, নতুনবাগ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নাসিরউদ্দিন ও মুঈনে মুহতামিম মুফতি মাহবুব আলম, খেলাফত মজলিস নেতা মাওলানা আহমদ বেলাল, কেন্দ্রীয় জমিয়ত নেতা প্রিন্সিপাল ড. সৈয়দ রেজোয়ান আহমদ, মাওলানা আবুল কাসেম ইসলামাবাদী, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, ঢাকা মহানগর সেক্রেটারি মুফতি আতাউর রহমান খান, মুফতি আবু সাঈদ, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি হাফেজ রশিদ আহমদ, কুমিল্লা জেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, সিলেট মহানগর সদস্যসচিব মাওলানা আবু বকর সরকার, যুব জমিয়ত সেক্রেটারি মুফতি সোহাইল আহমদ, হাফেজ শাব্বির আহমদ রাজী, সাবেক ছাত্র জমিয়ত সভাপতি মুফতি নিজামুদ্দীন আল আদনান, ছাত্র জমিয়ত সভাপতি খালেদ মাহমুদ ও সেক্রেটারি ফেরদৌস রুম্মান, মুফতি রেদওয়ানুল বারি সিরাজী, মুফতি মুশতাক আহমদ ফোরকানী, মাওলানা এরশাদ খান আল হাবিব, সিলেট মহানগর ছাত্র জমিয়ত সভাপতি দেলোয়ার হোসাইন ইমরান, মাওলানা উসামা প্রমুখ।

এর আগে গতকাল রাত ১১টার দিকে জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

জানা গেছে, মৃত্যুর পূর্বে প্রায় মাসখানেক ধরে তিনি হাসপাতাল এবং মৌলভীবাজারের নিজগৃহে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ব্যক্তিগত জীবনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা ওবায়দুল হক রহ.-এর জামাতা। তার পিতা শায়েখ হাবিবুর রহমান রায়পুরী রহ. ছিলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শাইখুল ইসলাম সাইয়েদ হোসেন আহমদ মাদানী রহ.-এর ঘনিষ্ঠ শিষ্য ও খলিফা।

হাআমা/