বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৪, ১২:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

মুহাম্মাদ ইয়ামিন
বিশেষ সংবাদদাতা

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর রাতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত পত্রে ১৮ সদস্যের ওই নির্বাহী কমিটিটি ঘোষণা করা হয়।

ঘোষিত নির্বাহী কমিটিতে সদস্য হয়েছেন মুন্সিগঞ্জের সন্তান ও শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী ইব্রাহীম নিরব।

নিরবের পৈত্রিক বাড়ি পদ্মাপাড়ের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে। এর আগে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন। আন্দোলন চলাকালে একাধিকবার হামলার শিকার হন ইব্রাহিম নিরব।

এনএ/