হিলিতে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৪, ১১:০২ দুপুর
নিউজ ডেস্ক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ফিড ও ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পুল এবং ফিডের দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর হিলি পৌর শহরের বাংলাহিলি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এ অর্থদণ্ড দেন।

জানা যায়, স্থানীয় মেসার্স কাওসার এন্টার প্রাইজ ফিডের দোকানে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়ায় ১০ হাজার, মণ্ডল ফার্মাসিতে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পুল ওষুধ বিক্রি করায় ৫ হাজার এবং শিউলি ফার্মেসিতে একই অভিযোগে জাহিদুল ইসলামকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে মমতাজ বেগম ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, আপনারা বারবার একই ভুল করবেন আর আমি দিনাজপুর থেকে এসে আপনাদের সতর্ক করে যাব- এটা হতে পারে না।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই বাংলাহিলি বাজারে মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রয়ের অভিযোগ রয়েছে। এমন অভিযোগে দুপুরে বাংলাহিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় তিন দোকানিকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।