কুলাউড়ায় ইসলামী চার দলের  বৈঠক
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৪, ০১:০৭ দুপুর
নিউজ ডেস্ক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা নেতৃবৃন্দের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার কুলাউড়া শহরস্থ মদীনাতুল উলূম মাদরাসায় যৌথ সভায় স্থানীয় রাজনীতিতে ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় সমস্যার সমাধান এবং বাতিলবিরোধী মতবাদ প্রতিহত করতে ঐক্যমত পোষণ করেন নেতৃবৃন্দ।

যৌথ সভায় বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা শাখা সভাপতি মাওলানা ইউনুস আহমদের সভাপতিত্বে প্রস্তাবনা পেশ করেন কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীন এবং খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কুতুব।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মতিউর রহমান, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি আখম শাহীন, বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুস সালাম, কুলাউড়া উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন কুলাউড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুক হক, খেলাফত মজলিস নেতা নেছার আহমদ, জমিয়ত নেতা মাওলানা কামরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবু নছর খালেদ প্রমুখ।

যৌথ সভায় সর্বসম্মতিক্রমে চারদলের সমন্বয়ে ‘কওমি ইসলামি ঐক্য পরিষদ কুলাউড়া’ নামে একটি সমন্বয় সংগঠনের প্রস্তাবনা গৃহীত হয়। এতে চারদলের চারজন সভাপতিতে আহবায়ক এবং চারজন সাধারণ সম্পাদককে যুগ্ম আহবায়ক হিসেবে রাখা হয়। এ ছাড়াও কুলাউড়া উপজেলার সকল কওমি মাদরাসার মুহতামিম সমন্বয় সংগঠনের উপদেষ্টা ও চারদলের দলীয় উপদেষ্টাদের উপদেষ্টা হিসেবে রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া চারদল থেকে তিনজন করে আহবায়ক কমিটিতে সদস্য করার সিদ্ধান্ত হয়।