হিফজ সমাপনী পরীক্ষার্থীদের জন্য বেফাকের নির্দেশনা
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৪, ০৫:২৮ বিকাল
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

হিফজ সমাপনী পরীক্ষার্থীদের জন্য কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এক নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছর হিফজের মারকাজি পরীক্ষা বিগত বছরসমূহের মতোই সহজ প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিত হবে।’

আজ রবিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ নির্দেশনা দেয় বোর্ডটি।

বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বে প্রচলিত ও বহুল পরিচিত সহায়ক কিতাবাদি থেকেই মাসআলা জিজ্ঞাসা করা হবে। ছাত্রদের জন্য কঠিন বা নতুন কোনো বিষয়ের অবতারনা করা হবে না। পাশাপাশি পড়ানো হয়নি বা কিতাবে নেই, এমন কোনো বিষয়ে প্রশ্ন না করার জন্য সংশ্লিষ্ট সম্মানিত হিফজ পরীক্ষকগণকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া যাচ্ছে।’

হাআমা/