সংবিধান সংস্কার মতামতে ডাক পেলেন চার আলেম
প্রকাশ:
১৩ নভেম্বর, ২০২৪, ০১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
|| কাউসার লাবীব || সংবিধান সংস্কার বিষয়ে সব শ্রেণিপেশার মতামত নিতে বৈঠকের আয়োজন করেছে কমিশন। এরকম গুরুত্বপূর্ণ কোনো বৈঠকে এই প্রথম ডাক পড়েছে আলেমদের। এ বৈঠকে অংশ নিতে ডাক পেয়েছেন দেশের বিশিষ্ট চার আলেম। তারা হলেন- জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতী আবদুল মালেক, দার্শনিক আলেম মুসা আল হাফিজ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, জামিয়া কুরআনিয়া লালবাগের মুহাদ্দিস মুফতী সাখাওত হুসাইন রাজী। এদিকে গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের কেবিনেট কক্ষে সংবিধান সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দার্শনিক আলেম মুসা আল হাফিজ। গতকালের বৈঠক বিষয়ে মুসা আল হাফিজ তার ফেসবুকে জানান, খুব জরুরী আলোচনা ও বিতর্ক হয়েছে। আমার প্রস্তাবনা সমূহ হাজির করেছি। আজকের আলোচনায় বিশিষ্ট নাগরিকদের মধ্যে প্রফেসর ড. মাহবুব উল্লাহ, প্রফেসর ড. তোফায়েল আহমদ, ব্যারিষ্টার সুব্রত চৌধুরী প্রমুখ অংশ গ্রহণ করেন। বদরুদ্দীন ওমর সাহেব আসতে পারেননি। আমার আলাপে ৫৩ দফা সাংবিধানিক সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ পেশ করেছি। কেএল/ |