‘দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়’
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৪, ০২:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
বগুড়া প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এদেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। সারাদেশে জামায়াতের ব্যাপক জনসমর্থন সৃষ্টি হয়েছে। কোন শক্তি জামায়াতকে আর দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের জন্য সামনে বিপ্লব অপেক্ষা করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার শহরের চক ফরিদ ইয়াতিমখা মাদরাসায় সকাল ১০টায় বগুড়া জেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাওলানা রফিকুল ইসলাম খান অন্তবর্তীকালীন সরকারকে প্রধান উপদেষ্টাকে নিদিষ্ট করে বলেন, খুব দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। প্রশাসনের মধ্যে থাকা দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ৫৬ হাজার বর্গমাইলের এই দেশে ফ্যাসিবাদী হাসিনা জামায়াতের উপর নির্যাতনের টিম রোলার চালিয়েছে। আমাদের শীর্ষ ১১ জন নেতাকে শহীদ করেছে। আমরা এদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করব। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা হক সরকারের সভাপতিত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন- বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহীম, বগুড়া পূর্ব জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুস বাছেদ, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান ও পশ্চিম জেলা জামায়াতের সেক্রেটারি মুন্জুর ইসলামসহ আরও অনেকে। এর আগে একই স্থানে সকাল ৭টায় বগুড়া শহর জামায়াতের রোকন সম্মেলন শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। |