ইসলামি বইমেলার সময় বাড়ল ১০ দিন
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৪, ০৬:৩০ বিকাল
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলার সময় বাড়ল আরও ১০ দিন। সে মতে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে বইমেলা।

চলতি বইমেলা আয়োজনের অন্যতম উদ্যোক্তা রাহনুমা প্রকাশনীর সত্ত্বাধিকারি মো: মাহমুদুল ইসলাম তুষার সূত্রে আওয়ার ইসলাম আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধায় নিশ্চিত হয়েছে।

এর আগে ইসলামি বইমেলা ১০ নভেম্বর পর্যন্ত ঘোষণা হয়েছিল। গত ২২ অক্টোবর মঙ্গলবার শুরু হয়েছে মেলাটি। ওই দিন বিকালে বইমেলার উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফম খালিদ হোসেন।

উল্লেখ্য, এবারের বই মেলা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরের পরিবর্তে পূর্ব সাহানের উন্মুক্ত চত্বরে স্থানান্তরের সিদ্ধান্ত দেয়া হয়। এবারের বইমেলায় (৮৫টি) স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের পর স্টল ভাগাভাগির জন্য সবার সম্মুখে প্রকাশ্যে লটারি করা হয়েছে। মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে—লেখক কর্ণার, মোড়ক উন্মোচন কর্ণার এবং রয়েছে কালচার প্রোগ্রাম স্টেজ। মেলায় রয়েছে আগতদের জন্য পানি পানের সুব্যস্থাও।

হাআমা/