দশ হাজার মানুষের মেহমানদারী করাবে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ
প্রকাশ:
০৪ নভেম্বর, ২০২৪, ০৮:৩৯ রাত
নিউজ ডেস্ক |
|| হাসান আল মাহমুদ || দাওয়াত ও তাবলীগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফজতের লক্ষে কাল মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিশিষ্ট উলামা-মাশায়েখের উদ্যোগে ‘ইসলামী মহাসম্মেলন’। কালকের মহাসম্মেলন সফল করতে আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ আলেমগণ। ইতোমধ্যে সোহরাওয়ার্দী ময়দান মহাসম্মেলনের জন্য প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। আগামীকাল লোকে লোকারণ্য হবে ধারণা করা হচ্ছে। এদিকে মহাসম্মেলনে আগতদের জন্য মেহমানদারীর উদ্যোগ নিয়েছে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ। ফাউন্ডেশনটির চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব আওয়ার ইসলামকে জানান, ইনশাআল্লাহ মহাসম্মেলনে সারাদেশ থেকে আগত আলেম-ওলামা-তুলাবা ও সাধারণ দ্বীনদারদের সাধ্যমত খেদমত করবে আমাদের তাকওয়া ফাউন্ডেশন। তিনি জানান, সকালের টিফিন ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুপ্রিয় শরবত, ফিল্ডার পানি, টিস্যু বক্স সবকিছু থাকবে ইনশাআল্লাহ। আনুমানিক দশ হাজার মেহমানদের জন্য মেহমানদারীর প্রস্তুতি আমাদের রয়েছে বলে জানান মাওলানা গাজী ইয়াকুব। হাআমা/ |