ক্রেতার স্বস্তি ফেরাতে শ্রীমঙ্গলে ‘বিনা লাভের বাজার’
প্রকাশ:
০৪ নভেম্বর, ২০২৪, ০৭:৫৫ বিকাল
নিউজ ডেস্ক |
মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাধারণ মানুষের দুর্বিষহ জীবনের সন্ধিক্ষণে বেসামাল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট ভাঙতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ‘বিনা লাভের বাজার’। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মৌলভীবাজার জেলার উদ্যোগে শাখার আব্দুস সালাম ও কাজী মঞ্জুরের তত্ত্বাবধানে এ বাজার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মৌলভীবাজার জেলা শাখার আব্দুস সালাম তালুকদার শ্রীমঙ্গল প্রতিনিধি হায়দার আলী, সাইদ আহমদ সাদি, কামরুল ইসলাম, আহসানুর রহমান রনি, রানা আহমেদ, উম্মে রাফিসা মাইমুনা, মীম আক্তার, সাদিয়া আক্তার, কমলগঞ্জের জালাল আহমদ, শাহিন মিয়া, নাজমিন বেগমসহ সাধারণ শিক্ষার্থীরা। এনএ/ |