আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৭ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
প্রকাশ: ০৩ নভেম্বর, ২০২৪, ০৭:১৪ বিকাল
নিউজ ডেস্ক

মানিকগঞ্জ প্রতিনিধি

আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৭ ঘন্টা পর পরীক্ষা মুলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে যানবাহন শ্রমিকদের মাঝে কিছুটা স্বস্তি আসলেও আশংকা কাটেনি ফেরি কর্তৃপক্ষের। কারণ যমুনায় দ্রুতগতিতে পানি হ্রাস অব্যাহত রয়েছে। জেগে উঠছে নতুন ডুবোচর শুরু হয়ে যাচ্ছে নৌ চ্যানেল। ড্রেজিং কার্যক্রম জোরদারের আহবান জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি'র আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, রোববার বেলা সোয়া ১১টা থেকে উক্ত নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এসময় পরিক্ষা মুলকভাবে ফেরি ধানসিড়ি মোট ১৩টি পণ্যবাহী ট্রাক বোঝাই করে আরিচা থেকে ছেড়ে কাজিরহাটের উদ্দেশ্য রওয়ানা দেয়। কাজিরহাট থেকে শাহ আলী নামের ফেরি যানবাহন বোঝাই করে আরিচা ঘাটের উদ্দেশ্যে আসে। এতে যদি কোন সমস্যা না হয় তাহলে ফেরি চলাচল অব্যাহত থাকবে বলে অফিস সুত্রে জানা গেছে। উক্ত নৌরুটের আরিচা ঘাটের কাছে যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে গত শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআডব্লিউটিসির আরিচা ঘাটের মনেজার আবু আব্দুল্লাহ বলেন, রোববার বেলা সোয়া ১১টার দিকে দুটি ফেরি দিয়ে ৩৭ ঘন্টা বন্ধ থাকার পর উক্ত নৌরুটে পরীক্ষা মুলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়। আর যদি কোন সমস্যা না হলে ফেরি চলাচল অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এনএ/