সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন সফলের আহ্বান আলেমদের
প্রকাশ:
০৩ নভেম্বর, ২০২৪, ০৬:৩৮ বিকাল
নিউজ ডেস্ক |
আগামী ৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। রবিবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় রাজধানীর দিলুরোডে সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা। তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি দেশের মসজিদ-মাদরাসার যেকোনো সভা-সেমিনার এমনকি খতমে বুখারি অনুষ্ঠান করার জন্যও প্রশাসনের অনুমতি নেওয়া লাগতো। এছাড়া তারা মসজিদ ও কওমি মাদরাসাগুলোতে রাজনৈতিক প্রভাব বিস্তার করতো বিভিন্নভাবে। দুঃখের বিষয় হলো, স্বৈরচার হাসিনা সরকারের পতনের পরও ওইসব পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে। কিছু রাজনৈতিক দল ও প্রভাবশালীরা আওয়ামী লীগের মতো কওমি মাদরাসা-মসজিদে প্রভাব বিস্তার করতে চাচ্ছে। দখলের পায়তারা করছে। দেশের ওলামায়ে কেরাম এসব কিছুতেই মেনে নিতে পারে না। পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে ৫ নভেম্বর মহাসম্মেলন সফলের ব্যাপক প্রস্তুতি তারা বলেন, দাওয়াত ও তাবলীগের শান্তিপূর্ণ কাজে বিশৃংখলা তৈরির জন্য মাওলানা সাদ সাহেবের অনুসারীরা তাকে ইজতেমায় আনা এবং প্রথম পর্বে ইজতেমা করার পায়তারা করছে। এসব বিষয় সামনে রেখে দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলিগের মেহনত, কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দ্বীনি জিম্মাদারী আরো সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখদের আহ্বানে আগামী ৫ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ইসলামী মহাসম্মেলন। বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তারা আরও বলেন, আমরা এই মহাসম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হয় সেজন্য সবাইকে সতর্ক করছি। সুশৃংখলভাবে দ্বীন রক্ষার এই সম্মেলন সফল করার আহ্বান জানাচ্ছি। মহাসম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত থেকে ধর্মপ্রাণ সবাইকে সুচিন্তিত দিক-নির্দেশনা দেবেন বলেও জানান তারা। এনএ/ |