মাদারীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
প্রকাশ:
২৭ অক্টোবর, ২০২৪, ০৭:২৬ বিকাল
নিউজ ডেস্ক |
মাদারীপুর প্রতিনিধি যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে মাদারীপুর লেকপাড়ের মুক্তমঞ্চে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির। এতে সকাল থেকে বিকেলে পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত ৫ শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদানে নিরাময় হাসপাতাল সহযোগিতা করেন। এসময় মেডিসিন, ডায়বেটিস, গাইনী, রক্তের গ্রুপ নির্নয়সহ নানা জটিল রোগেও চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটু, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম সরোয়ার, জেলা সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান শিকদার প্রমুখ। এছাড়াও জেলা যুবদলের উদ্যোগে আরো কয়েকটি স্থানে দিবসটি পালিত হয়। এনএ/ |