জয়পুরহাটে কৃষক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ:
২৭ অক্টোবর, ২০২৪, ০৬:৩৯ বিকাল
নিউজ ডেস্ক |
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের কালাইয়ে আসন্ন আলুচাষ মৌসূমে সচেতনতা বাড়াতে কৃষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলার আপলাপাড়া এলাকায় অনুষ্ঠিত এই কর্মশালায় ওই এলাকার প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করে। এলাকার তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আখতার জাহান, কালাই জগডুম্বর জিইউ দাখেলী মাদরাসার সুপার মো. মামুনুর রশিদ, ব্র্যাকের টেরিটরি সেলস অফিসার জহুরুল ইসলাম, এলাকার প্রবীন কৃষক আব্দুর রাজ্জাক, মেহের আলী সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন। বিঘা প্রতি আলু বীজ রোপেনের পরিমাণ, অঙ্কুরোদ্গম, ফলন, রোগব্যাধীর প্রতিকার, সার ও কিট নাশক প্রয়োগ মাত্রা ও পদ্ধতিসহ আলুচাষের খুটিনাটি বিষয় নিয়ে কৃষকদের নানা প্রশ্নের জবাব দেন ব্র্যাকের টেরিটরি কর্মকর্তা। এ ছাড়া কৃষকদের ব্যাপক সচেতন করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব ও প্রয়োজন অপরিসীম বলে মন্তব্য করেন বক্তারা। এনএ/ |