বিএনপির দলীয় নির্দেশনা ভঙ্গ: ব্যানার ফেস্টুনে সয়লাব কুয়াকাটা
প্রকাশ:
২৭ অক্টোবর, ২০২৪, ০১:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
আব্দুল কাইয়ুম দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। এতে দলীয় কর্মীদের উদ্দেশে শোভাযাত্রাসহ ব্যানার ফেস্টুনে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা মানছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়াকাটায় ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। এতে দলীয় নির্দেশিত শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে বলে মনে করছেন অনেক নেতাকর্মীরা। গত ৮ সেপ্টেম্বর রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করে এ সংক্রান্ত নির্দেশনা দেন। সরেজমিন কুয়াকাটা পৌর শহরের প্রধান সড়কের বিভিন্ন মোড়ে থেকে শুরু করে বিভিন্ন স্থাপনাজুড়ে যেখানে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যানার। গত ৫ আগষ্ট ক্ষমতাচ্যুতের পর এ দলের পোস্টার ফেস্টুন এখন আর নেই। এর পর থেকে বিএনপির নানা কর্মসূচি পালন করা হলেও এই প্রথমবারের মতো যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। পরিবর্তন হয়েছে শুধু নাম আর ছবির। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা এসব পোস্টার ফেস্টুন লাগিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের সাবেক এক নেতা জানান, এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করতে যেখানে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা রয়েছে সেখানে দলের কিছু অতিউৎসাহী নেতারা নির্দেশনা অমান্য করে নিজেদের জাহির করতে এসব করে যাচ্ছেন। দল করলে দলের নির্দেশনা মানতে হবে। দলীয় নির্দেশনা থাকা সত্বেও কেন তা ভঙ্গ করলো এর জন্য সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় যুবদলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশনা দেন যে, বিএনপির অধীনস্থ কোনো ইউনিট এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রঙ-বেরঙয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুন অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দদের এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলেও কুয়াকাটায় দেখা গেছে ভিন্ন চিত্র। এবিষয়ে কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, বিএনপি এ সংক্রান্ত নির্দেশনা রয়েছে যে ব্যানার ফেস্টুন করা যাবেনা। এমন একটি বড় দল হিসেবে দীর্ঘ দিন ক্ষমতার বাইরে থেকে নূন্যতম পোস্টার ফেস্টুন থাকবেই। অচিরেই আমরা এই সংস্কৃতি থেকে বেড় হয়ে আসবো। আপনারা লক্ষ্য করলে দেখবেন বিগত দিনগুলোতে আওয়ামী লীগের পোস্টার ফেস্টুনের কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত ছেয়ে গেলেও আমরা এমন বিষয়ে সতর্ক রয়েছি। যাতে পর্যটকদের সৌন্দর্য উপভোগে কোনো বিগ্ন না ঘটে। এনএ/ |