বগুড়া জামায়াতের শহর আমির সোহেল, জেলায় হক
প্রকাশ:
২৫ অক্টোবর, ২০২৪, ১২:২৭ দুপুর
নিউজ ডেস্ক |
বগুড়া প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠক বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২০২৫-২৬ সেশনের জন্য মহানগরী ও জেলা আমিরদের নাম ঘোষণা করা হয়। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগরী আমিরদের নাম ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলকে বগুড়া শহর আমির এবং অধ্যক্ষ মাওলানা হক সরকারকে বগুড়া জেলা আমির হিসেবে নাম ঘোষণা করেন। |