নাটোরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
প্রকাশ:
২৫ অক্টোবর, ২০২৪, ১২:১৮ দুপুর
নিউজ ডেস্ক |
নাটোর প্রতিনিধি নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলিগ জামাতের সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়েরপন্থীরা মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেন। অপর দিকে সাদপন্থীরা সড়ক অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করে। সদর থানার পরিদর্শক ( তদন্ত) শফিকুল ইসলাম এসব খবর নিশ্চিত করেন। |